শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়পুর গ্রামের আলাল মিয়ার ছেলে সাকিন মিয়া(৩) ও একই গ্রামের সাদিকুল মিয়ার মেয়ে নওশীন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পৌনে তিনটার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলাধূলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির সামনে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ‎ ‎বিকেল চারটার দিকে ডোবা থেকে সাকিনের এবং সন্ধ্যা ছয়টার দিকে নওশীনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। ‎ ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া বলেন, “এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দুই পরিবারের ওপর নেমে এসেছে শোকের ছায়া।” ‎ ‎ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন