শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে এম্বুল্যান্স ধর্মঘট, দুর্ভোগে মুমূর্ষু রোগীরা 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম
সুনামগঞ্জে এম্বুল্যান্স ধর্মঘট
expand
সুনামগঞ্জে এম্বুল্যান্স ধর্মঘট

দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সুনামগঞ্জ সদর হাসপাতালের ভেতরে থাকা দালাল ও এম্বুল্যান্স সিন্ডিকেট ভাঙতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। তারই প্রতিবাদে ধর্মঘট ডেকেছে চালকরা।

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে হাসপাতালের ভেতরে থাকা এম্বুল্যান্স স্ট্যান্ড সড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। লক্ষর ঝক্কর এম্বুল্যান্স, অতিরিক্ত ভাড়া আদায়, সিন্ডিকেটের সিরিয়াল মোতাবেক এম্বুল্যান্স ছাড়া, দুর্ব্যবহার সহ নানান অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। অভিযানের প্রতিবাদে ধর্মঘট ডাকেন এম্বুল্যান্স চালকরা।

এতে রোগী নিয়ে বিপাকে পড়েন আত্মীয় স্বজন। মুমূর্ষু রোগী নিয়ে সিলেটে যাওয়া বন্ধ হয়ে যায় তাদের। অক্সিজেন সুবিধার গাড়ি না পাওয়ায় আটকা পড়ে নিওনেটাল ওয়ার্ডে থাকা অসুস্থ দুই দিনের শিশু, মরদেহ সহ বিভিন্ন ক্রিটিকাল রোগী। অনেক কাজ মিনতি করেও চালকদের মন গলাতে পারেনি রোগীর স্বজনরা। বাধ্য হয়ে ৯৯৯ এ কল দিলেও মিলেনি এম্বুল্যান্স

৯৯৯ এর দায়িত্বে থাকা কল টেকারকে রোগীর স্বজনরা ফোন দিলে তিনি জানান, সদর হাসপাতালে এম্বুল্যান্স চালকদের মানববন্ধন চলছে তাই কোন এম্বুল্যান্স এই মুহূর্তে যাবে না।

এম্বুলেন্স চালকরা জানান হাসপাতালের ভেতরে এম্বুলেন্স রাখার জায়গা না দেয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান রোগীদের জন্য উপজেলা থেকে এম্বুল্যান্স এনে সেবা দেয়ার জন্য হাসপাতালের তত্বাবধায়ককে নির্দেশনা দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন