শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে চেক দেয়া সেই ব্যক্তির একাউন্টে আছে ৩৪১২ টাকা!

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
expand
বিএনপি নেতাকে চেক দেয়া সেই ব্যক্তির একাউন্টে আছে ৩৪১২ টাকা!

সুনামগঞ্জে সমাবেশে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলকে নির্বাচনের খরচের জন্য ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মী নূর কাসেমের একাউন্টে মাত্র ৩৪১২ টাকা রয়েছে।

নূর কাসেমের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের মান্দিয়াতা গ্রামে। তিনি আবেগে চেকটি দিয়েছেন বলে জানান

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সেই চেকটি নুর কাসেমকে ফেরত দেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী নেতা কামরুজ্জামান কামরুল।

এসময় কামরুজ্জামান জানান, এটা ধানের শীষের সমাবেশ ছিল। হাজার হাজার লোক ছিলেন। কেউ ফুল, কেউ টাকার মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ দশ, কেউ একশ, কেউ পাঁচশ টাকার নোটের মালা দিয়েছেন। তেমনি এক কর্মী মঞ্চে এসে তাঁকে ১০ লাখ টাকার একটি চেক দিয়েছেন।

কামরুল বলেন, 'এটি দলের প্রতি, আমার প্রতি তাঁর ভালোবাসা। আমি তাঁর ভালোবাসাটা গ্রহণ করেছি এবং তার চেকটি আজ ফেরৎ দিয়েছি।

গতকাল শনিবার বিকেলে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) দলের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এক পর্যায়ে কর্মীরা তাঁকে ফুল ও টাকার মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান। তখন নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে কামরুজ্জামানের হাতে নির্বাচনের খরচের জন্য একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন দশ লাখ টাকা চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতা-কর্মীদের দেখান।

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) কামরুজ্জামান ছাড়াও দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তাহিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালেব খান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন