

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জের যাদুকাটা নদীতে শ্রমিক হয়রাণির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বালু শ্রমিকরা।
রবিবার দুপুরে যাদুকাটা নদীর তীরে বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে উপস্থিত হন হাজারো বালু ও বারকি শ্রমিক।
এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আদালতের অনুমতিতে যাদুকাটা নদীতে সনতান পদ্ধতিতে বালি উত্তোলন শুরু হলেও একটি প্রভাবশালী মব কায়দায় পার কেটে বালু লুট করে।
বালি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন করলেও প্রশাসন নিরীহ শ্রমিকদের অভিযানের নামে হয়রাণি করছে। কোনো কারন ছাড়াই সাধারণ বালি শ্রমিকদের ধরে নিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করছে। এতে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
শ্রমিকরা জানান, যাদুকাটা নদীর উপর অর্ধ লক্ষাধিক শ্রমিকের জীবন জীবিকা নির্বাহ করছেন। একটি চক্র নদীর বন্ধে পায়তারায় লিপ্ত রয়েছে বলে জানান শ্রমিকরা। তাই নদীতে নির্বিঘ্নে বালি উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যাদুকাটা নদী তীরে বালি শ্রমিক সমিতির সভাপতি রমজান মিয়া, সহ সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, আতিকুল ইমলাম, মাসুক মিয়া।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
