

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জের মহাসিং নদীতে একটি সেতুর অভাবে ভোগান্তিতে তিন উপজেলার অর্ধশতাধিক গ্রামের অন্তত ৫ লাখ মানুষ।
স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের আমলে সেতু নির্মাণে আশ্বাস দিলেও ৫৪ বছরেও এর বাস্তবায়ন হয়নি। সেতুর অভাবে ব্যাহত হচ্ছে এসব উপজেলার শিক্ষা,চিকিৎসা,ব্যবসা বাণিজ্যিসহ কৃষি পন্য বিপনন।
স্থানীয়রা জানান জেলা সুনামগঞ্জের দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাবাসীর আজন্ম দুঃখ হচ্ছে মহাসিং নদী। এই নদীর কারনে আধুনিক যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত তিন উপজেলার অন্তত ৫০ টির গ্রামের মানুষ। বর্ষা কিংবা হেমন্ত সরাসরি সড়ক পথে যাতায়াত না করতে পারায় বারোমাস খেয়া পারাপার ও নৌপথের উপর নির্ভর করতে স্থানীয়দের। জেলা কিংবা উপজেলা শহরে যেতে পোহাতে হয় বিম্ভবনায়।
সেতুর কারণে শিক্ষা, স্বাস্থ্য,কৃষিসহ সকল অর্থনৈতিক সূচকে পিছিয়ে রয়েছে বৃহৎ জনসংখ্যার এই জনপদটি। এলাবাসী জনান, মহাসিং নদীর তিন মোহনায় সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিগত সরকারের আমলে সেতু নির্মাণের নামে আশ্বাসের ফুলঝুরি পেলেও বাস্তবতার স্বাদ পায়নি তারা। ফলে দেশের অন্যান্য অঞ্চল যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মাত্র সেতুর কারনে থমকে রয়েছে জেলার দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা।
স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন জানান,সময় মতো নদী পারাপার না হতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বিরম্ভনায় পড়তে হয় শিক্ষার্থীদের। গর্ভবতী মা কিংবা মুমূর্ষু রোগীদের জেলা কিংবা উপজেলা হাসপাতালে নিয়ে যেতে বাঁধে বিপত্তি।
এদিকে মহাসিং নদীর তিন মোহনায় সেতু নির্মাণের দাবিতে সম্প্রতি নদীর তীর এলাকায় মানববন্ধন করেছে তিন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। আর আশ্বাস নয় সেতু নির্মাণে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা
দিরাই উপজেলার জগদল ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ বলেন, বহুল প্রতিক্ষিত মহাসিং নদীর সেতু নির্মাণে অনেক সরকার আশা দিয়েও কোন কাজ হয়নি।তাই অন্তবর্তী সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেছি যাতে লাখো মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়।
স্থানীয় সরকার প্রকৌশলসবিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বিগত সরকারের সময়ে সড়কসহ মহাসিং নদীতে সেতু নির্মাণের জন্য ৬০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করে প্রস্তবনা পাঠানো হলেও অনুমোদন পায়নি প্রকল্পটি। তবে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আবারও পত্র পাঠানোর হবে।
মহাসিং নদীর তিন মোহনায় সেতু নির্মাণ হলে তিন উপজেলার যোগাযোগের মাইলফলক সৃষ্টির পাশাপাশি খুলে যাবে জেলার দক্ষিণাঞ্চলের উন্নয়নে দ্বার।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
