শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে জমিয়ত নেতার লাশ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর
expand
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর

নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) লাশ মরা সুরমা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে—বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।

মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা এবং সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে স্ত্রীকে ফোনে জানিয়ে ছিলেন এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল এবং তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেন।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তায়্যিবুর রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, “আমরা মনে করছি, মাওলানা মুশতাক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দ্রুত তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার করতে হবে।”

ওসি আব্দুর রাজ্জাক জানান, মর দেহ আংশিক গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন