

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের রায়গঞ্জে এক স্কুল শিক্ষক ও এক ব্যবসায়ীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা মহল্লার নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনন্দ কুমার নাগ এবং তার ভাই ব্যবসায়ী উজ্জ্বল কুমার নাগ।
রাতের অন্ধকারে হঠাৎ ঘর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রায়গঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আগুনে তিনটি ঘরের মোট পাঁচটি কক্ষ সম্পূর্ণ দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্ত শিক্ষক আনন্দ কুমার নাগ বলেন, নিজ নিজ পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। পুড়ে গেছে সবকিছু — দুইটি ফ্রিজ, দুইটি টিভি, তিন সেট সোফা, পাঁচটি খাট, দুইটি ড্রেসিং টেবিল, দুইটি শোকেস, দুইটি ওয়্যারড্রপ, দুইটি স্টিল আলমারি, পাঁচটি ফ্যান, দুইটি বড় বাক্স, দুইটি সাইকেল, প্রায় তিন ভরি স্বর্ণ এবং নগদ ৫৫ হাজার টাকা। তিনটি ঘরই এখন ভষ্মস্তূপ।”
তিনি জানান, এই ঘটনায় তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা মো. আয়নুল হক, জামায়াত নেতা মো. খোরশেদ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
মন্তব্য করুন