

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র অর্ধকিলোমিটার কাঁচা রাস্তার কারণে প্রায় ১০ গ্রামের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বৃষ্টি হলেই অলিপুর সড়াতৈল সড়কের কাদা ও পানি জমে চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।
উপজেলার বড়হর ইউনিয়নের এই সড়কটি হাটিকুমরুলে উত্তরবঙ্গ মহাসড়কের সঙ্গে সংযুক্ত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকা করলেও সড়াতৈল মাদ্রাসা মোড় থেকে তালুকদার বাড়ি সেতু পর্যন্ত প্রায় ৫০০ মিটার অংশ এখনও কাঁচা রয়ে গেছে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টি হলে ওই অংশে হাঁটুসমান কাদা জমে যায়। এতে ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, এমনকি পায়ে হেঁটেও পার হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় স্কুলগামী শিক্ষার্থী ও নারী-পুরুষদের।
সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, এই রাস্তা দিয়েই বাগদা, চরবাগদা, অলিপুর, রশিদপুর, বোয়ালিয়া, পাগলা বোয়ালিয়া, বড়হর ও গুয়াগাঁতি গ্রামের মানুষ প্রতিদিন হাটিকুমরুল মহাসড়কে যাতায়াত করেন। বর্ষার সময় কাঁদা জমে ছেলে-মেয়েরা পড়ে গিয়ে পোশাক নষ্ট করে ফেলে, অনেকেই স্কুলে যেতে পারে না।
উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, অলিপুর সড়াতৈল সড়কের মোট দুই কিলোমিটার অংশের মধ্যে দেড় কিলোমিটার ইতোমধ্যে পাকা করা হয়েছে। অবশিষ্ট ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
