শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৫২ এএম
শীতকালীন সবজি চাষের ব্যস্ত কৃষক। ছবি: এনপিবি
expand
শীতকালীন সবজি চাষের ব্যস্ত কৃষক। ছবি: এনপিবি

বর্ষার পানি নেমে যেতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঠজুড়ে নেমেছে আগাম শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। ধান কাটার আগেই ফাঁকা জমিতে আগাম ফসল তুলতে পরিশ্রম করছেন তারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মাঠে চাষ হচ্ছে খিরা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, পুঁইশাক, মুলা, শিম, বেগুন ও মরিচসহ নানা জাতের সবজি।

এর মধ্যে খিরা, ফুলকপি ও টমেটো চাষে কৃষকদের আগ্রহ সবচেয়ে বেশি। আগাম জাতের এসব ফসল বাজারে আগে উঠলে দামও ভালো পাওয়া যায় তাই আগাম জাত চাষ করছেন অনেকেই।

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে উল্লাপাড়া উপজেলায় ১,৫২৫ হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। আগাম চাষের জন্য মানসম্মত বীজ, সার ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুরের কৃষক রমজান আলী জানান, আগাম ফুলকপি চাষ করলে দাম ভালো পাওয়া যায়। এখন বৃষ্টির হলে এগুলো নষ্ট হয়ে যাবে তবুও ঝুঁকি একটু বেশি থাকলেও ক্ষয়ক্ষতি না হলে বেশি লাভবান হওয়া যাবে। তাই ধান কাটার আগেই কিছু জমিতে সবজি লাগিয়েছি।

একই এলাকার আরেক কৃষক সোবাহান আলী বলেন,বাজারে এখনো শীতের সবজি কম। আগে চাষ করতে পারলে কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি দামে বিক্রি করা যায়। এজন্যই সবাই আগেভাগেই মাঠে নেমে পড়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তারা সূবর্ণা ইয়াসমিন সুমি জানান, উল্লাপাড়ার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। আগাম চাষের ফলে কৃষকরা যেমন ভালো দাম পান, তেমনি স্থানীয় বাজারেও দ্রুত শীতকালীন সবজির সরবরাহ শুরু হয়। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা সম্ভব হয়।

সব মিলিয়ে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন উল্লাপাড়ার কৃষকেরা। মাঠের এক প্রান্তে ফুলকপির চারা, অন্য প্রান্তে বেড়ে উঠছে টমেটো ও বেগুন, দূর থেকে তাকালে মনে হয় শীতের আগমন বার্তা আগেই পৌঁছে গেছে উল্লাপাড়ার সবুজ মাঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন