

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দায়িত্ব গ্রহণের শুরুতে আদি যমুনা নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। বিদায়ের আগে নিজ হাতে সড়ক পরিষ্কার করে দায়িত্বের শেষ প্রান্তে এসে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা পরিষদের সামনের সড়কে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এ অংশ নেন ইউএনও রনী খাতুন।
তাঁর সঙ্গে অংশ নেন শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবী হাফিজুর রহমান হাফিজসহ অনেকে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও রনী খাতুন পরিবেশবান্ধব ও জনসম্পৃক্ত নানা উদ্যোগের কারণে আলোচনায় ছিলেন। তাঁর নেতৃত্বে পরিচালিত আদি যমুনা নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নাগরিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এছাড়া শ্যামনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে ইউএনওর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। পরিবেশ রক্ষা ও সরকারি সেবার মানোন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়।
বদলিজনিত বিদায়ের আগে এমন উদ্যোগে অংশ নিয়ে ইউএনও আবারও দায়িত্ববোধের উদাহরণ স্থাপন করলেন বলে মনে করছেন স্থানীয়রা।
স্বেচ্ছাসেবী কর্মী হাফিজুর রহমান হাফিজ বলেন, শেষ কর্মদিবসের আগে তাঁর এই উদ্যোগ দায়িত্ববোধের গভীর বার্তা দেয়। দায়িত্ব শেষ হলেও দায়িত্ববোধের শেষ নেই।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
