

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রথীন রপ্তান (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রথীন রপ্তান ওই গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন ঘটনাটি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রথীন রপ্তান নিজের ঘেরে সবজি চাষ করতেন। দীর্ঘদিন ধরে ইঁদুরের উপদ্রবে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছিল। ইঁদুর দমন করতে তিনি জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ফাঁদে অসাবধানতাবশত নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন জানান, সন্ধ্যার দিকে রথীন রপ্তান ঘেরের দিকে যান। রাতে বাড়ি না ফেরায় তার স্ত্রী খুঁজতে বের হন। পরে ঘেরে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রথীনের মরদেহ দেখতে পান তিনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা গেছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
