শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ মারা গেছেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
নিহত সাজিদ মাহমুদ।
expand
নিহত সাজিদ মাহমুদ।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ (২৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজিদ মাহমুদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় সক্রিয় সংগঠক ও কারাবন্দি শিক্ষার্থী ছিলেন।

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, “বৃহস্পতিবার রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজিদ। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।” জানাজা শুক্রবার পারুলিয়ার গ্রামের বাড়িতে সম্পন্ন হবে।

জুলাই আন্দোলনের সহযোদ্ধা ও সংগঠক মোহাম্মদ ইমরান হোসেন শোকবার্তায় বলেন, “আমরা একসঙ্গে কারাগারে ছিলাম। অন্যায় মামলায় সাজিদ কারাবন্দি হয়েছিল। তার চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক।”

সাজিদ মাহমুদের মৃত্যু ঘিরে জেলা ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন