শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘বোরকা পরে দেয়াল টপকাতে হবে’ – ছাত্র রাজনীতি নিয়ে বেরোবিতে উত্তেজনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
সমন্বয়ক আশিকুর রহমান আশিক: ফাইল ছবি
expand
সমন্বয়ক আশিকুর রহমান আশিক: ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র রাজনীতি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ছাত্র রাজনীতি চাওয়াদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বোরকা পরে মেয়েদের হলের দেয়াল টপকিয়ে পালাতে হবে।”

গত মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, কিছু শিক্ষার্থী নাকি হুমকি দিচ্ছে— ভবিষ্যতে ক্ষমতায় এসে ছাত্র রাজনীতি বিরোধীদের ক্যাম্পাসে ঢুকতে দেবে না। ওই পোস্টে সমন্বয়ক বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে আঘাত লাগলে পরিস্থিতি অন্যরকম হবে, রাজনীতিবিদদের পলায়ন করতে হবে।”

এ নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্র নেতা জহির রায়হান বলেন, “আমরা দীর্ঘ ১৫ বছর ধরে নানা দমন-পীড়নের মধ্যে রাজনীতি করেছি। কখনো পরিচয় লুকিয়ে ক্যাম্পাসে প্রবেশ করিনি। আমাদের অনেক ভাই গুম ও খুন হয়েছেন, তবু আমরা রাজপথ ছাড়িনি। আমরা কেন পালাব? পালাবে তারাই, যারা শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি করে।”

বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, “একজন সমন্বয়কের এমন বক্তব্য ফ্যাসিবাদের প্রকাশ। এরা অতীতে ছাত্রলীগের রাজনীতি করত, এখন নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে। রাজনীতি করা সাংবিধানিক অধিকার— কেউ তা বন্ধ করার অধিকার রাখে না। আমরা চাই দ্রুত ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।”

শিবিরের শাখা সভাপতি সুমন সরকার অভিযোগ করে বলেন, “যিনি হুমকি দিয়েছেন, তাঁর ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এর আগেও কিছু কর্মকাণ্ড হয়েছে, যা মোটেও শোভন হয়নি।”

উল্লেখ্য, ২০ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কক্ষে শাড়ি-চুড়ি রেখে প্রতিবাদ জানিয়েছিলেন কয়েকজন শিক্ষার্থী। পরে শিক্ষকদের ও নারীদের অবমাননার অভিযোগ তুলে বেরোবি ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন