শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন ফুট চওড়া সেতুতে ১৭ গ্রামের মানুষের ভোগান্তি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:০৪ এএম
expand
তিন ফুট চওড়া সেতুতে ১৭ গ্রামের মানুষের ভোগান্তি

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শাইলবাড়ি এলাকায় সরমঙ্গলা খালের ওপর প্রায় ৩৬ বছর আগে নির্মিত সেতুটি এখন এলাকার মানুষের জন্য দুর্ভোগের আরেক নাম।

মাত্র সাড়ে তিন ফুট চওড়া এ ব্রিজে মোটরসাইকেল আর বাইসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। দুই পাশে ভাঙা রেলিং থেকে বেরিয়ে থাকা লোহার রড দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, ব্রিজের নিচের খাল শুকনো; দুই পাশের রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। খুঁটিতেও ফাটল ধরা পড়েছে। তবুও শাইলবাড়ি ও ডাঙ্গাপাড়ার প্রায় ১৭ গ্রামের মানুষ প্রতিদিন এই সেতু দিয়েই পারাপার করেন।

স্থানীয়দের অভিযোগ—এই সেতুতে রিকশা, ভ্যান, মাইক্রোবাস বা অটোরিকশা চলাচল করা সম্ভব নয়। শাইলবাড়ি এলাকার মাদ্রাসা শিক্ষক এশরামুল হক বলেন, “এই ব্রিজটা এতটাই সরু যে রিকশা-ভ্যান চলাচল করতে পারে না। কেন এমন সেতু তৈরি করা হয়েছিল, আমরা বুঝি না।”

ডাঙ্গাপাড়া গ্রামের লোকমান হোসেনের বক্তব্য, “ব্রিজে উঠলেই নড়ে। কখন যে ভেঙে পড়বে আল্লাহই জানে। রেলিং ভেঙে গেছে, খুঁটিরও ফাটল ধরেছে।”

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, “ডাঙ্গাপাড়ার কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বা মাইক্রো ঢুকতে পারে না। এতটাই সরু এই ব্রিজ।”

আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল জানান, “এই সেতু সংস্কারের জন্য উপজেলা পরিষদের সভায় একাধিকবার বিষয়টি তুলেছি, বিভিন্ন দপ্তরেও আলোচনা করেছি, কিন্তু এখনো ইতিবাচক সাড়া মেলেনি।”

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, “সেতুটির দৈর্ঘ্য ৯০ ফুট, প্রস্থ সাড়ে ৩ ফুট। সেতু সংস্কার বা নতুন করে নির্মাণের বিষয়ে পরিকল্পনা চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন