

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রংপুরের পীরগাছার পর এবার মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায়ও অ্যানথ্রাক্স উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এর আগে আইইডিসিআরের বিশেষজ্ঞ দল পীরগাছায় আটজন আক্রান্ত রোগী নিশ্চিত করেন।
রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত জুলাই ও সেপ্টেম্বরে অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে পীরগাছায় দুজনের মৃত্যু হয় এবং একই সময়ে অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হন।
আক্রান্ত এলাকার অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করে প্রাণিসম্পদ বিভাগে অ্যানথ্রাক্স ধরা পড়ে। পরবর্তীতে আইইডিসিআরের দল স্থানীয়ভাবে সংগৃহীত ১২টি নমুনা পরীক্ষা করে আটজনের শরীরে এ রোগ শনাক্ত করে।
স্থানীয়রা জানান, পীরগাছার কয়েকটি গ্রামে গত দুই মাসে শতাধিক গবাদিপশু মারা গেছে এবং সেখান থেকেই এ রোগ ছড়িয়ে পড়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, ঝুঁকি মোকাবিলায় গত ২৬ আগস্ট থেকে রংপুর সদরসহ পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়ায় এক লাখ ৬৫ হাজার গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, এ পর্যন্ত অন্তত ৫০ জন রোগীর তথ্য তাদের কাছে রয়েছে। এর মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে উঠেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত জানান, শঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আক্রান্তদের। তবে অ্যানথ্রাক্স উপসর্গ থাকা সত্ত্বেও পীরগাছায় মারা যাওয়া দুই ব্যক্তির মৃত্যু সরাসরি এ রোগের কারণে হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের মতে, অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদিপশুর রক্ত, মাংস, হাড় বা নাড়িভুঁড়ির সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে, তবে মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না। সাধারণত মানুষের শরীরে এর প্রধান লক্ষণ হচ্ছে চামড়ায় ঘা বা ক্ষত তৈরি হওয়া।
সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, নতুন আক্রান্তদের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, অসুস্থ পশু জবাই না করা এবং তাদের মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে গরুর পাশাপাশি ছাগলের মাংসে অ্যানথ্রাক্স ধরা পড়ায় মানুষের ঝুঁকি বেড়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক মজুত আছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    