শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা কলির প্রতি মানুষের আস্থা বাড়ছে: আখতার হোসেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন
expand
এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচার ক্রমেই জোরালো হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি উঠান বৈঠকে অংশ নেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ প্রমাণ করে শাপলা কলি মার্কার প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই জনসমাগমই বলে দিচ্ছে—ইনশাআল্লাহ শাপলা কলি মার্কার বিজয় সুনিশ্চিত।”

এনসিপির সদস্যসচিব বলেন, “জাতীয় নাগরিক পার্টি সংস্কার, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচিত হলে আমি শুধু কাউনিয়া-পীরগাছা নয়, গোটা রংপুর অঞ্চলের মানুষের অধিকার আদায় ও উন্নয়নের জন্য জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X