

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীতে ৮০ পিস ইয়াবা বড়িসহ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম শাকিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মনিরুল ইসলাম মন্টু।
শাকিবুল মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বরইকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর থানার উপপরিদর্শক ইয়ামিন আলী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।
এসআই ইয়ামিন আলী বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসে ছিলেন। তাদের পাশেই রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন শাকিবুল হাসান। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ মামলায় তিনি নিজেই বাদী হচ্ছেন। শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে তোলা হবে।
তবে গ্রেপ্তার শাকিবুল হাসান যে ছাত্রদল নেতা—তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি এসআই ইয়ামিন আলী। তিনি বলেন, তিনি নতুন দায়িত্বে যোগ দেওয়ায় বিষয়টি তার জানা নেই।
তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে শাকিবুল হাসানের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি শাকিবুল হাসান তার নিজস্ব ফেসবুক আইডিতেও পরিচয় হিসেবে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ উল্লেখ করেছেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি ঢাকায় আছি, বিষয়টি শুনেছি। এ ধরনের ঘটনার দায়ভার সংগঠন নেবে না। যদি কেউ এমন কাজে জড়িত হন, সেটি তার ব্যক্তিগত।’
মন্তব্য করুন
