শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ছাত্রশিবিরের নেতৃত্বে মুজাহিদ ও মেহেদী

রাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
মুজাহিদ ফয়সাল, মেহেদী হাসান
expand
মুজাহিদ ফয়সাল, মেহেদী হাসান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, একই দিন রাবি শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ২০২৬ সেশনের সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়।

ভোট গণনা শেষে শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে মুজাহিদ ফয়সালের নাম ঘোষণা করেন এবং তাকে শপথ পাঠ করান। পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি শাখার সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানের নাম ঘোষণা করেন।

সংগঠন সূত্র জানায়, মুজাহিদ ফয়সাল এর আগে রাবি শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে এমফিল গবেষণায় নিয়োজিত রয়েছেন।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হাফেজ মেহেদী হাসান আরবি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিগগিরই নতুন নেতৃত্বের অধীনে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এদিনের সদস্য সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X