শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা চেয়ে ইসির কাছে হিরো আলমের আবেদন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
হিরো আলম
expand
হিরো আলম

নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পেরে এবার ক্ষমা প্রার্থনা করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ আবেদন জমা দেন হিরো আলম।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২৯ ডিসেম্বর বগুড়ার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। তবে ওই দিন অতিরিক্ত ভিড়ের কারণে বিকেল ৫টার নির্ধারিত সময়সীমা মাত্র দুই মিনিট অতিক্রম হয়ে যাওয়ায় সহকারী রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।

আবেদনে হিরো আলম দাবি করেন, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং এ জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ন্যায়বিচারের স্বার্থে তার মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আম জনতার পার্টির প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X