

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকায় শীতের প্রকোপ আরও জোরালো হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কুয়াশা ও শীতল বাতাস। শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে, ফলে চারপাশ ঢেকে যায় সাদা আবরণে। কনকনে ঠান্ডা ও কুয়াশার দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সকালের দিকে কুয়াশার কারণে রাজধানীর অনেক জায়গায় দৃশ্যমানতা কমে যায়। এতে কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং অনেক গাড়িকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষদের জন্য শীত বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। একাধিক গরম কাপড় পরেও অনেকের পক্ষে হিমেল বাতাস সামলানো কঠিন হয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপথ এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
মন্তব্য করুন

