রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযান, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
অস্ত্রসহ আটক
expand
অস্ত্রসহ আটক

রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেরাডাঙ্গা এলাকায় সেনাবাহিনী ও রাজবাড়ী সদর থানার পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সাগর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড ব্ল্যাংক গুলি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার বেরাডাঙ্গা গ্রামের মোঃ খোকন শেখের ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতারকৃত আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X