রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিথিলার পর রোজা, তাহসানের দ্বিতীয় সংসারও টিকল না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
তাহসান রোজা, তাহসান মিথিলা
expand
তাহসান রোজা, তাহসান মিথিলা

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় দাম্পত্য জীবনও সংকটের মুখে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পথে বলে জানা গেছে।

নিজেই বিষয়টি নিশ্চিত করে তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

২০২৫ সালের ৪ জানুয়ারি স্বল্প পরিচয়ের ভিত্তিতে রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। তবে বিয়ের কয়েক মাস না যেতেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোজার শেয়ার করা একটি কেকের ছবি ঘিরে তাদের বিবাহবার্ষিকী নিয়ে আলোচনা শুরু হলে, সেই প্রসঙ্গেই আসল পরিস্থিতি সামনে আনেন তাহসান।

তিনি বলেন, বিবাহবার্ষিকী নিয়ে যেসব খবর ছড়িয়েছে, সেগুলো বাস্তবভিত্তিক নয়। কারণ প্রায় ছয় মাস আগেই তাদের দাম্পত্য সম্পর্কে ছেদ পড়েছে। ব্যক্তিগত বিষয় হওয়ায় আপাতত বিস্তারিত কিছু জানাতে চান না তিনি। তাহসানের ভাষ্য, “গুজব সত্য, আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা আছি। তবে এখনই সবকিছু প্রকাশ করার সময় আসেনি।”

অন্যদিকে, রোজা আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সেখানে নিজের মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং দীর্ঘদিন ধরে পেশাগতভাবে এই অঙ্গনের সঙ্গে যুক্ত।

এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। ১১ বছরের সেই সংসার ভেঙে যায় ২০১৭ সালে। সেই ঘরে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম আইরা তাহরিম খান।

দ্বিতীয় বিয়ের খবর নিয়ে সম্প্রতি আলোচনায় থাকলেও নতুন বছরের শুরুতেই আবারও ব্যক্তিগত জীবনের এমন খবরে ভক্তদের হতাশ করলেন এই জনপ্রিয় শিল্পী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X