রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই পে-স্কেল? আশা জিইয়ে রাখলেন অর্থ উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এ দাবিতে একের পর এক আল্টিমেটাম দিয়েও সাড়া মেলেনি সরকার কিংবা পে কমিশন থেকে।

এরইমধ্যে শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত।

এই বক্তব্যের পর নতুন করে হতাশ হয়েছেন পে-স্কেলের অপেক্ষায় থাকা কয়েক লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নরের এই বক্তব্য নিয়ে চলে ব্যপক সমালোচনা।

বিষয়টি নিয়ে শনিবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে কথা হয়। পে-স্কেল নিয়ে সরকারের পরিকল্পনা ও বর্তমান অগ্রগতি নিয়ে কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, উনি (গভর্নর) কী বক্তব্য দিয়েছেন তা আমার সঙ্গে সম্পৃক্ত নয়। এই সরকারের আমলেই নবম পে স্কেল নিয়ে সিদ্ধান্ত আসবে কিনা বা সরকার কোনো কাঠামো তৈরি করে দিয়ে যাবে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেখা যাক, এই বিষয়ে কমিশন গঠন করে দেয়া আছে, তারা কাজ করছেন। পে স্কেল প্রণয়নের কাজ চলমান।

নবম পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে নাকি কাঠামো তৈরি করে দিয়ে যাবে, বিষয়গুলো তিনি নিজেই জানাবেন বলেও এই প্রতিবেদককে বলেন অর্থ উপদেষ্টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X