

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের জোট অংশগ্রহণ করবে। এই জোটে অন্যতম দল জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সূত্র জানায়, আসনটি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। এর প্রেক্ষিতে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের মধ্যে-২০ জানুয়ারির আগে- জামায়াত বরিশাল-৫ আসন থেকে প্রার্থী তুলে নেবে। এর অংশ হিসেবে ওই প্রার্থীকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, সাধারণত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না। তাই এই পদক্ষেপের মাধ্যমে হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে জামায়াত প্রার্থী সরানো হবে।
জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রতি পুনর্গঠন করেছে জামায়াতে ইসলাম। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সদস্যসচিব হিসেবে কমিটিতে রয়েছেন। সদস্যদের মধ্যে আছেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালও, যিনি বরিশাল-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন ২০ জানুয়ারির মধ্যে।
মন্তব্য করুন

