রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যা বলল ভারতীয় বোর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু ভারত থেকে সরানোর আবেদনে এবার মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এ বিষয়ে তারা কোনো সরাসরি সিদ্ধান্ত জানায়নি।

বিসিসিআইয়ের দাবি, এই বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। বোর্ডের মতে, বিশ্বকাপ সংক্রান্ত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক বক্তব্যে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভেন্যু সংক্রান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স (সিওই) বিষয়ক এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

দেবজিত সাইকিয়া জানান, আলোচ্য বৈঠকে মূলত সিওই ও অন্যান্য অভ্যন্তরীণ ক্রিকেট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া বিসিসিআইয়ের কাজ নয় বলেও তিনি স্পষ্ট করেন।

এর আগে বিসিসিআইয়ের নির্দেশনায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেয়। এই সিদ্ধান্তের পরপরই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানায়, যেন তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরানো হয়।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরিস্থিতির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনিচ্ছুক।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বিসিবি তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে আইসিসির কাছে চিঠি দিয়েছে। এখন আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ অংশগ্রহণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X