রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও হতে পারে রাজ–মিম ঝুঁটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম
expand
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম

২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘জীবন অপের’তে অভিনয় নিয়ে আলোচনায় রয়েছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এই দুই তারকাকে এর আগেও ‘পরাণ’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে, যেখানে তাদের অভিনয় ও পারস্পরিক রসায়ন দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল।

তবে এখনো পর্যন্ত সিনেমাটির কাস্টিং নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি জানান, শুটিং পরিকল্পনা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এদিকে সম্প্রতি বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি প্রকাশ করেন। ছবিতে তার পাশে থাকা একজন পুরুষকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার মুখ স্পষ্ট নয়। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?

এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, ছবিতে থাকা ব্যক্তি শরিফুল রাজ। কেউ কেউ আবার আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যে বলা হয়েছে, ছবির লুক ও ভঙ্গিমা রাজের সঙ্গেই বেশি মিলছে। অনেকের ধারণা, মিমের এই পোস্টটি মূলত ‘জীবন অপেরা’ সিনেমার দিকেই ইঙ্গিত করছে।

উল্লেখ্য, ‘জীবন অপেরা’ পরিচালক আলভী আহমেদের লেখা একই নামের উপন্যাস থেকে অনুপ্রাণিত একটি গল্প। উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুটি ভিন্ন জীবনের টানাপোড়েন এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। বাস্তবতা ও কল্পনার সংমিশ্রণে নির্মিত এই গল্পে প্রেম, অনুভূতি এবং মানবিক সিদ্ধান্তের নানা দিক ফুটে উঠেছে।

সরকারি অনুদানে নির্মিত হলেও সিনেমাটি মূলধারার দর্শকদের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের প্রত্যাশা, অনুদানের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাঠামোয় উপস্থাপন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X