

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ জানুয়ারি) অনাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লার বাড়িতে এ হামলা চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লা বলেন, রাত আনুমানিক ৩টার সময় একদল দুর্বৃত্ত আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার কামনা করছি।
এদিকে ঘটনার খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
