শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
থাইগ্লাস ভাঙচুর
expand
থাইগ্লাস ভাঙচুর

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ জানুয়ারি) অনাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লার বাড়িতে এ হামলা চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লা বলেন, রাত আনুমানিক ৩টার সময় একদল দুর্বৃত্ত আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার কামনা করছি।

এদিকে ঘটনার খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X