শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
সোনার গহনা
expand
সোনার গহনা

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

দেশের স্বর্ণের বাজারে ফের দরপতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (২ জানুয়ারি) থেকে কম দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এবার প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দরে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ভরিতে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি কম-বেশি হতে পারে।

এর আগে খুব অল্প সময়ের ব্যবধানে স্বর্ণের দামে আরেক দফা পরিবর্তন আনা হয়েছিল। গত বছরের ৩১ ডিসেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।

বাজুসের তথ্যমতে, ২০২৫ সালে দেশের স্বর্ণের বাজারে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমানো হয়েছে। ঘন ঘন দামের এই ওঠানামায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও এবার সমন্বয় আনা হয়েছে। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৫ হাজার ৩০৭ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায়।

চলতি বছরে এটিই রুপার প্রথম মূল্য পরিবর্তন। তবে গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।

স্বর্ণ ও রুপার দামের এই নতুন পরিবর্তন আগামী দিনে বাজারে কী প্রভাব ফেলবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X