বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ননদের কামড়ে ছিড়ে গেল ভাবীর ঠোঁট

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
ভাবী পারুলী বেগম
expand
ভাবী পারুলী বেগম

জেলার সদর উপজেলার বাঘিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে ননদের কামড়ে ভাবীর ঠোঁটের একটি অংশ ছিঁড়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আহত পারুলী বেগম ওই এলাকার বসীর সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানাবিধ কারণে শ্বশুড়বাড়িতে নিয়মিতই কলহ চলতো। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পারিবারিক কলহ থেকে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পারুলী বেগমের ননদ চুলের মুঠি টেনে ধরেন। পালটা আঘাত করেন পারুলী বেগম। এ সময় তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে পারুলী বেগমের ঠোঁট কামড়ে ধরে। এই কামড়ের ফলে পারুলী বেগমের ঠোঁটের বাম পাশের চামড়া মাংস সহ উঠে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসক জানান, ঠোঁটের একটি অংশে রিকনস্ট্রাকশন সার্জারি করা হয়েছে। তবে সম্পূর্ণ টিস্যু না থাকায় আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।

ভর্তি রোগী পারুলী বেগম জানান, ন্যায় বিচার পাবার জন্য তিনি মামলা করবেন। আইনী ব্যবস্থা নিতে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন।

এদিকে রাজবাড়ী জেলা সদর থানা পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X