

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি পারিবারিক কবরস্থান থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) সকালে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধারণা করা হচ্ছে, অপরাধীরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে অস্ত্রগুলো গচ্ছিত রেখেছিল।
স্থানীয় পুলিশ ও মনু মিজির বাড়ির পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যান।
পরিষ্কারের সময় তারা কবরস্থানের একটি ভাঙা কবরের ভেতর রহস্যজনকভাবে একটি বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ এবং বেগমগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ বস্তাবন্দি ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত ব্যাগটি খোলার পর ভেতরে ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ১টি দেশীয় তৈরি পাইপগান পাওয়া যায়। সব মিলিয়ে মোট ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন: "স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করেছি। কেন এবং কারা এই অস্ত্রগুলো কবরের ভেতর রেখেছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে আছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মন্তব্য করুন
