

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় গাছের গুড়ি বোঝাই টমটম উল্টে মো. চাঁন খাঁ (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক সাগর খাঁ ও আলামীন হোসেন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে উপজেলার আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন খাঁ উপজেলার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকী গ্রামের বাসিন্দা এবং তিন সন্তানের জনক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজন শ্রমিক মিলে গাছ কেটে টমটমে বোঝাই করে উপজেলা সদরে ফিরছিলেন। সেই সময় চলন্ত টমটম উল্টে তিন শ্রমিক গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চাঁন খাঁর লাশ উদ্ধার করে। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শ্রমিকের পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন