

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামের সাত বছরের শিশু তানহা মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা মো. সাইফুল ইসলাম খানের একমাত্র মেয়ে। জানা গেছে, সকালে খালুর বাসা থেকে ব্যাটারি চালিত অটোকিশাযোগে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তানহা। সাভার বাজারে নামার সময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানহার বাবা মো. সাইফুল ইসলাম খান জানান, তার দুই সন্তানের মধ্যে তানহা বড়। ছোট ছেলে সন্তানের বয়স সাড়ে পাঁচ বছর। তানহা ইন্দুরকানীর পাড়েরহাট মৎস্য বন্দরের এক কিন্ডারগার্টেনের কেজি শ্রেণির ছাত্রী ছিল।
এই দুর্ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তানহাকে মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন