

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর সদর উপজেলায় চুরির ঘটনায় বাধা দিতে গিয়ে মোশারেফ খান (৪০) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারেফ খান ওই গ্রামের হানিফ খানের ছেলে।
অটোচালক মোশারেফ খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি দুই-তিনজন লোক ঘরে ঢুকে পড়েছে। তারা প্রথমে আমার কিশোরী মেয়ের পা ধরে টানাটানি করে। মেয়ের চিৎকার শুনে আমি বৈদ্যুতিক আলো জ্বালালে তারা ছুরি হাতে আমার স্বামীকে আক্রমণ করে। আমার স্বামী তাদের আটকের চেষ্টা করলে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়।’
তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় স্বামীকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা হানিফ খান বলেন, ‘গভীর রাতে ঘরের সিঁধ কেটে কয়েকজন লোক ঢোকে। এরপর তাঁর ছেলে মোশারেফ চক্রটিকে আটকানোর চেষ্টা করলে তাঁরা ছেলেকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় বলেন, গভীর রাতে ভুক্তভোগীর বসত ঘরের সিঁধ কেটে দুইজন লোক ভেতরে ঢোকেন। এরপর তাঁরা তাঁর কিশোরি মেয়ের পা ধরে টান দিলে তাঁর মেয়ে ঘুম থেকে জেগে ডাক-চিৎকার শুরু করে। এরপর বৈদ্যুতিক আলো জ্বালানোর পর তাঁরা চলে যায়। পরবর্তীতে ঘরের মালিক মোশারেফ খানকে রক্তাক্ত দেখে হাসপাতালে নিয়ে যান পরিবার’।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির ঘটনায় বাধা দিতে গিয়ে ওই ব্যক্তি খুন হতে পারেন।বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’
মন্তব্য করুন