শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আ‘লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পিএম
পটুয়াখালীতে আ‘লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার
expand
পটুয়াখালীতে আ‘লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পরে তাদেরকে রাঙ্গাবালী থানায় প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দীন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব (৬৩) ও ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ হাওলাদার (৫৫)। দুইজনেই ছোট বাইশদিয়া ইউনিয়নের বাসিন্দা।

২০১৮ সালে বিএনপির নির্বাচনী সভায় হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রের এক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ডিবি পুলিশের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন