শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু, আহত দুই গৃহবধূ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম
expand
গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু, আহত দুই গৃহবধূ

পটুয়াখালীর গলাচিপায় একই দিনে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু ও দুই নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত কৃষকের নাম মো. আবুল বশার হাওলাদার (৪০)।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে তিনি চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামের বাসিন্দা এবং মো. জয়নাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বশার হাওলাদার গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝে স্থানীয় এক কবিরাজকে এনে ঝাড়ফুঁক করান, তবে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথেই তিনি মৃত্যুবরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

এছাড়া, একই দিনে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী লাইলী বেগম (৫২) এবং গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের স্ত্রী হাজেরা বেগম (৫০) সাপের কামড়ে আহত হন। তাদের মধ্যে লাইলী বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর হাজেরা বেগম গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “আজ সাপের কামড়ে তিনজন রোগী আমাদের হাসপাতালে আসেন। এর মধ্যে আবুল বশার হাওলাদার হাসপাতালে আসার আগেই মারা যান। আহত দুই নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে; লাইলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন