শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম
পটুয়াখালীতে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। ছবি: এনপিবি
expand
পটুয়াখালীতে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। ছবি: এনপিবি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

এতে বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতা কর্মীরা অংশ নেয়। র‍্যালিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সদৃশ ছিলেন।

রোববার (২৭ অক্টোবর) সকালে জেলা শহরের সার্কিট হাউজ সংলগ্ন হৃদয় তরুয়া চত্বরে বিএনপি একাংশের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। পরে র‍্যালি নিয়ে বনানী এলাকায় গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন ও যুবদলের নেতৃবৃন্দরা।

অন্যদিকে, জেলা যুবদলের আরেক অংশ শহরের তিতাস মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালী নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রশ্নে সকলে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন