

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল-মোটেল ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার এ.কে.এম. জামিউল আলমকে বদলি করা হয়েছে। তাকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা বিভাগের কমিশনার (চলতি দায়িত্ব) কাজী মুহম্মদ জিয়াউদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। বদলির আগে তিনি পটুয়াখালী ও বরগুনা জেলার দায়িত্বে ছিলেন।
এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে ১৬টি পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ সহকারী কমিশনার জামিউল আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, ৮ অক্টোবর ওই কর্মকর্তা কুয়াকাটার একটি হোটেলে গিয়ে ম্যানেজারের সঙ্গে অশালীন আচরণ করেন।
প্রকাশিত ৪ মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কর্মকর্তার উপস্থিতিতে হোটেল ম্যানেজারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে গালাগাল করা হয়।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী কেএম বাচ্চু বলেন, কর্মকর্তার বদলির সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন এবং কুয়াকাটায় পর্যটন ব্যবসা স্বাভাবিকভাবে চালবে।
কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ. মোতালেব শরীফ জানান, সহকারী কমিশনার জামিউল আলমকে আজ বদলি করা হয়েছে। আমরা পূর্বঘোষিত হোটেল-মোটেল বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছি। পর্যটকদের সেবা দিতে আমরা প্রস্তুত।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
