

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির তৃতীয় দিনে, শুক্রবার (৩ অক্টোবর), কুয়াকাটা পর্যটনকেন্দ্রে পর্যটক বর্ধিত উপস্থিতি লক্ষ্য করা গেছে। পটুয়াখালীর এই সমুদ্রকেন্দ্রটি আগত দর্শনার্থীদের কারণে মুখর হয়ে উঠেছে।
২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি এবং লাল কাঁকড়ার চড় এখন ভিড়ের জন্য পরিচিত। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে।
স্থানীয়ভাবে দেখা গেছে, পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দে মেতে উঠেছেন। কেউ সমুদ্রের ঢেউয়ে সাঁতার কেটে বা ওয়াটার বাইকে চড়ে সময় কাটাচ্ছেন, আবার অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। মোটরসাইকেল বা ঘোড়ায় চড়ে অনেকেই বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। সব মিলিয়ে সৈকতের পরিবেশ উৎসবমুখর হয়ে উঠেছে।
পাবনা থেকে আসা হোসেন শহীদ ও তার স্ত্রী সোনিয়া জানান, পূজা ও সরকারি ছুটি উপলক্ষে তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা, তবে হোটেল ভাড়া কিছুটা বেশি পাওয়া গেছে বলে অভিযোগ করেন।
বরিশালের কাউনিয়া থেকে আসা পর্যটক সম্রাট বলেন, “বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে লাল কাঁকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন ঘুরেছি। এক অসাধারণ অনুভূতি হয়েছে।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    