

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন আগে নাকি গণভোট—এই ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া বিতর্কের মধ্যে ফের মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, বিএনপি ইতোমধ্যে জুলাই সনদে সই করে ‘হ্যাঁ’ বলে ফেলেছে, এখন তাদের ‘না’ বলার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত “রাজনীতির বর্তমান ও ভবিষ্যতের পথরেখা” শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি অনলাইনে ‘না’ প্রচারণা চালালেও তারা ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছে। অর্থাৎ তারা একরকম রাজি হয়েই কাবিননামায় সই দিয়েছে। এখন তাদের না বলার কোনো সুযোগ নেই। বিএনপির উচিত ছিল বিষয়টি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া।
তিনি আরও বলেন, জামায়াতের আচরণে এক ধরনের দ্বৈততা আছে—মুখে এক, মনে আরেক। আপার হাউজের যে প্রস্তাবনা ছিল, তা লোয়ার হাউজে এনে পুরো বিষয়টাকেই জটিল করে তোলা হয়েছে। এতে জাতির সামনে তাদের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
গণভোট ইস্যুতে জামায়াতের ভবিষ্যৎ অবস্থান নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তার ভাষায়, সম্ভবত জামায়াত শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং বলবে—ঠিক আছে, নির্বাচনের দিনেই গণভোট হোক।
সংস্কার কমিশনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের সুপারিশমালা এখন ড. ইউনূসের কোর্টে। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে অভিজ্ঞ, তবে বাংলাদেশের রাজনীতির মাটি বেশ পিচ্ছিল। এখানে একটু সাবধান থাকতে হয়। আর এই জায়গাটিতে সবচেয়ে বেশি ‘তেল মর্দন’ করেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি অভিযোগ করে বলেন, ড্রাফটটি (জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশনামা) প্রকাশ না করে উনি জাতির সামনে আনছেন না। এতে অসৎ উদ্দেশ্যের সম্ভাবনা থাকে। আমরা চাই, ড্রাফটটি আগে প্রকাশ করা হোক। যদি দেখি বিষয়বস্তু গ্রহণযোগ্য, তাহলে আমরা সই করতে প্রস্তুত।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    