বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর পর পদ ফিরে পেলেন পৌর বিএনপির সভাপতি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
মোহাম্মদ হুমায়ুন কবির
expand
মোহাম্মদ হুমায়ুন কবির

পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবর রহমান টোটন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে অব্যাহতি প্রদান করা হয়েছিল, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে তা পুনর্বিবেচনা করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই অব্যাহতি প্রত্যাহার করে আপনাকে পুনরায় স্বপদে পূর্ণ বহাল করা হলো।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন- দল এ প্রত্যাশা করে।

স্বপদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করে হুমায়ুন কবির বলেন, পটুয়াখালী জেলা বিএনপি থেকে আমাকে একটি প্রজ্ঞাপন পাঠানো হয়েছে, যা ৩০ নভেম্বর স্বাক্ষরিত।

দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X