

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে দেশব্যাপী জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ডাকসু নেতারা বলেন, গণতন্ত্র, জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করতেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ডাকসুর মতে, জুলাই অভ্যুত্থানের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, আর সেই সংস্কার বাস্তবায়নের একটি ঐতিহাসিক সুযোগ হচ্ছে এই গণভোট।
ডাকসু নেতারা বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনামলে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত ছিল।
গণভোট সেই কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা দাবি করেন, এই গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদান করা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতার অংশ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে। এতে রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও শক্তিশালীকরণ, চাকরিতে স্বচ্ছতা, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে।
পাশাপাশি সমাজের সর্বস্তরে নারীদের প্রতিনিধিত্ব, সকল ধর্ম ও মতাদর্শের মানুষের অধিকার সুরক্ষা এবং ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে বলেও দাবি করা হয়।
ডাকসুর বক্তব্য অনুযায়ী, এই গণভোটের মধ্য দিয়েই ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর দিকনির্দেশনা নির্ধারিত হবে। সংগঠনটি মনে করে, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া ফ্যাসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান সম্ভব নয়।
মাসব্যাপী কর্মসূচি
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ডাকসু যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, তার মধ্যে রয়েছে-
দেশজুড়ে সরাসরি জনসংযোগ কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ক্যাম্পেইন, বিতর্ক, সেমিনার ও আলোচনা সভা, সুশীল সমাজ, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়, গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, বক্তৃতা প্রতিযোগিতা, পথনাটক ও সাংস্কৃতিক আয়োজন, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সফরের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা।
সংবাদ সম্মেলন থেকে জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্র ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে নামার আহ্বান জানানো হয়।
ডাকসু নেতারা বলেন, ‘হ্যাঁ’ ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়; এটি একটি নিরাপদ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের পথচিহ্ন।
মন্তব্য করুন

