রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল।

ইচ্ছা করলেই সেই অর্থ নিয়ে বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ ও বিবেকের তাড়নায় কখনোই সেই পথে হাঁটিনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অর্থের চেয়ে আপনাদের আস্থা-ভরসা আমার কাছে অনেক বেশি মূল্যবান।

আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমাকে সেই আস্থার মূল্যায়ন করার সুযোগ দিন।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দুর্নীতি করব না, জনগণের সঙ্গে প্রতারণা করব না এবং আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করব।

তিনি বলেন, হাসিনা রাস্তার মধ্যে গুলি করে মানুষ হত্যা করছিল—তখন আপনারা আমাদের জন্য দোয়া করেছিলেন।

আপনাদের সেই সমর্থনেই অস্ত্র ছাড়াই ফ্যাসিবাদকে বিদায় করা সম্ভব হয়েছে। তরুণরাই তখন যেমন জেগে উঠেছিল, এবারের নির্বাচনেও তরুণরা দৃঢ়ভাবে এগিয়ে এসেছে।

গণসংযোগ কর্মসূচিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X