শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ভয়ের কোনো কারণ নেই, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ’

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

“আপনারা কখনো কোনো ভয় বা ভীতির মধ্যে থাকবেন না। আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, এই বাংলাদেশে কারও কোনোভাবে ভয় পাওয়ার কারণ নেই। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ।

পবিত্র কুরআনে ধর্মে জবরদস্তির কোনো স্থান নেই। কুরআনের ৮৮ নম্বর সূরার ২১ ও ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, ধর্মের ব্যাপারে কাউকে জোর করা যাবে না। যার যার ধর্ম, সে তা স্বাধীনভাবে পালন করবে।”

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির শনিবার দুপুরে পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত ২৪তম পদযাত্রা ও ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চাঁনপাড়া দুর্গা মন্দির মাঠে।

তিনি আরও বলেন, “আমাদের সংবিধানের ৪০ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, দেশের প্রতিটি নাগরিক তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। শুধু তাই নয়, সংবিধানে এটাও উল্লেখ আছে যে এক ধর্মের বই অন্য ধর্মাবলম্বীদের জোর করে পড়ানো যাবে না। আন্তর্জাতিক মানবাধিকার সনদের ১৮ নম্বর ধারাতেও বলা হয়েছে, প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রাখে।”

এর আগে বামা কালী মন্দির থেকে একটি বিশাল পদযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁনপাড়া দুর্গা মন্দিরে এসে শেষ হয়।

ধর্মসভায় সভাপতিত্ব করেন জগদল ডিগ্রি কলেজের প্রভাষক বাবু সুবাস চন্দ্র রায়। অনুষ্ঠানে দামোদর পদযাত্রা আয়োজক কমিটির উপদেষ্টা কল্যাণ কুমার ঘোষ বলেন, “সামনে নির্বাচন। আমরা ভয় পাচ্ছি—ভোট দিতে যেতে পারব কি না। আমরা হাজার হাজার মানুষ আজ নওশাদ জমিরকে একনজর দেখার জন্য এসেছি। আমরা তার কাছ থেকে নিশ্চয়তা চাই।”

এ প্রসঙ্গে নওশাদ জমির বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি একসময় বৌদ্ধরাও বাস করেছে, পরে মুসলমানরাও এসেছে। এখনো বাংলাদেশের অনেক জায়গায় একই স্থানে মন্দির ও মসজিদ পাশাপাশি রয়েছে। দেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির সম্প্রচার শুরুতেই বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়—যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। তাই আমি দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের কোনো ভয় নেই।”

পরে ভারত থেকে আগত দর্শন গিরি মহারাজ অনুষ্ঠানের তাৎপর্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, সদস্য রুবেল পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, পৌর বিএনপির সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন