শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম
expand
শিয়ালের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তৌসিফ খান মুসা (২২) নামের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত তৌসিফ খান মুসা তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়ার দরগাশিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মুসাসহ তিনজন বুড়াবুড়ি এলাকা থেকে অনুষ্ঠান দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বোয়ালমারী পর্যন্ত এলে সড়কে শিয়ালের সাথে ধাক্কা লাগলে বিপরীতমুখী এক ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মুসাকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মুসা পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যয়নরত ও একজন রক্তযোদ্ধা ছিলেন। দুই মাস আগে বিয়ে করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, রোববার রাতে বোয়ালমারী এলাকায় ট্রাক-মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আমার ইউনিয়নের মুসা নামের ছেলেটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বোয়ালমারী এলাকায় শিয়ালের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় একজন মারা গেছেন। সাথে শিয়ালটিও মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন