সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় শিশু হাফসার ধর্ষকের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ 

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
পাবনায় শিশু হাফসার ধর্ষকের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি: এনপিবি
expand
পাবনায় শিশু হাফসার ধর্ষকের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি: এনপিবি

পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়িয়া সরদারপাড়ায় গত শনিবার রাতে ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসাকে ধর্ষণ ও হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত হাফসা মালঞ্চ ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী।

সোমবার (১৮) নভেম্বর সকাল দশটা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত ধর্ষকের ফাঁসি ও আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে পাবনা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা।

বক্তারা বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার না করা হলে তাদের কর্মসূচি বহাল থাকবে এবং তারা বলেন আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এ সময় পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিন্নভাবে প্রতিবাদী বক্তব্য দিয়ে তারা সড়ক অবরোধ করে রাখে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম এসে ২৪ ঘন্টার আশ্বাসে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্দোলনে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সংগঠনের সদস্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন