শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা–উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
expand
পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা–উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকাগামী রেলপথে দুর্ঘটনায় পড়ে পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, এতে কোনো প্রাণহানি হয়নি।

রেলওয়ের তথ্য অনুযায়ী, পঞ্চগড়গামী এই আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকার কমলাপুর থেকে ছাড়ে। ভোরের দিকে ভাঙ্গুড়া পৌঁছালে হঠাৎ বিকট শব্দে তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় আতঙ্কে ট্রেনের হাজারেরও বেশি যাত্রী দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।

ঘটনার পর এখনো রেলওয়ে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করতে পারেনি। ফলে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন যাত্রীরা। জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন এমন অনেক যাত্রীও এই ট্রেনে ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন