শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে জামায়াত আমিরের সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকার আজ সকাল ১১টায় সমাবেশস্থল পরিদর্শন
expand
নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকার আজ সকাল ১১টায় সমাবেশস্থল পরিদর্শন

নোয়াখালীতে জামায়াত আমিরের সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা।

আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

নোয়াখালী জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকার আজ সকাল ১১টায় সমাবেশস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, "আগামীকাল ৩০ জানুয়ারি নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা জনসভা অনুষ্ঠিত হবে। ইন শা-আল্লাহ, এই সভায় লক্ষাধিক লোকের সমাগম হবে।

জামায়াতে ইসলামীর সাথে ১১ দলীয় জোটের নেতারাও এই সভায় উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাছুম বিল্লাহসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন।"

তিনি আরও বলেন, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশাসনের সাথে কথা হয়েছে। পাশাপাশি জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও সক্রিয় থাকবে।

জামায়াত আমিরের আগমন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা করছেন, আগামীকাল সকাল ১১টায় জামায়াত আমির বক্তব্য প্রদান করবেন। তাঁর আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী এবং কেন্দ্রীয় তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X