

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারমারী বিওপি’র চার সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৬২ এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চন্দ্রকোনা নামক স্থানে অভিযান চালিয়ে মো. রুহুল আমীন (২১) নামে এক যুবককে আটক করা হয়।
আটক রুহুল আমীনের বাড়ি নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার মিনকী ফান্দা গ্রামে। তিনি মৃত আবুল কাশেমের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ভারতীয় আইস ভদকা ১৫ বোতল এবং এসি ব্ল্যাক ব্র্যান্ডের ৯ বোতলসহ মোট ২৪ বোতল মদ জব্দ করা হয়।
৩১ বিজিবি সূত্র জানায়, আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ দূর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন