বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন না পেয়ে ফেসবুকে যা লিখলেন মোর্শেদ আলম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
মুহাম্মদ মোর্শেদ আলম
expand
মুহাম্মদ মোর্শেদ আলম

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় ছিলেন মুহাম্মদ মোর্শেদ আলম। শোনা যাচ্ছিল, ১৫৫ ময়মনসিংহ-১১ (ভালুকা) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে সেরকমটি হয়নি। সেখানে দেওয়া হয়েছে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে।

সোমবার (৩ নভেম্বর) নিজের ভেরিফাই ফেসবুকে ভালুকা উপজেলা বিএনপির নেতা-কর্মী, সমর্থক, ভাইবোন, সর্বস্তরের জনগণ, আপনাদের সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।

তিনি লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খসড়া মনোনয়ন তালিকা ঘোষণা করার সময় স্পষ্টভাবে জানিয়েছেন যে ঘোষিত মনোনয়ন তালিকাই চূড়ান্ত নয়। এই তালিকায় সময়ের পরিক্রমায় সংযোজন ও বিয়োজন হতে পারে।

তিনি আরও লিখেছেন, কেউ যেন বিভ্রান্ত বা হতাশ না হয়ে দলের কার্যক্রমে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। আমরা সবাই একত্রে কাজ করবো আগামীর দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকুন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন