মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান
expand
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের চূড়ান্ত তালিকা অচিরেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রায় এক বছর আগে থেকেই বিভিন্ন অঞ্চলে প্রার্থীদের তালিকা আকারে জানিয়েছি।

এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। ইনশা-আল্লাহ নির্ধারিত সময়েই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। যেহেতু আমরা এককভাবে নয়, বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন করব, তাই জাতীয় স্বার্থ বিবেচনায় সব দিক দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি আমির হিসেবে ব্যক্তিগতভাবে কিছু অর্জন করতে আসিনি। দলের সহকর্মীরা আমাকে দায়িত্ব দিয়েছেন—এটি আল্লাহর পক্ষ থেকে একটি ভার। দেশ ও দ্বীনের কল্যাণে যেন এই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি, সেই দোয়া চাই।”

জামায়াতের আমির প্রবাসী ভোটারদের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ভোটার নিবন্ধনের সময়সীমা অন্তত ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান।

রাজনৈতিক সমঝোতার বিষয়ে তিনি বলেন, “দলগুলোর মধ্যে মতের অমিল থাকতে পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বিরোধ নয়, পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়েই সমাধান খুঁজে নিতে হবে।”

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ওমরাহ পালন শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন। সফর শেষে মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন